• শিরোনাম


    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে ও জামাতা জামিনে মুক্তি পেয়েছেন।

    | ২০ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৫৮ পূর্বাহ্ণ

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে ও জামাতা জামিনে মুক্তি পেয়েছেন।

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মারিয়াম নওয়াজ এবং জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদার গতকাল (বুধবার) কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তারা সবাই দুর্নীতির মামলায় সাজা পেয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক ছিলেন।

    এর আগে, গতকাল দিনের শুরুতে ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায় বাতিলের আবেদন করার অনুমতি দেয়। গত ৬ জুলাই শরীফ পরিবারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলার রায় হয় এবং নওয়াজ শরীফ এবং তার মেয়ে-জামাইকে দোষী সাব্যস্ত করে জেল-জরিমানা করা হয়।



    নওয়াজ শরীফ ও তার মেয়ে জামাইয়ের মুক্তির পর দলের নেতা-কর্মীরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ এবং মিষ্টি বিতরণ করে।

    নওয়াজের আপিলের শুনানি শেষে বিচারকরা তাদের রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে অ্যাকাউন্টিবিলিটি কোর্টের দেয়া কারাদণ্ড স্থগিত রাখা হলো। গত ৬ জুলাই নওয়াজ শরীফকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। এছাড়া তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

    রায়ের সময় স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। কিন্তু রায়ের কয়েক দিন পরই তারা দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন তারা। সে সময় সফদার দেশে ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। নওয়াজ, মরিয়ম ও সফদার কারাগারে থাকা অবস্থাতেই মারা যান নওয়াজের স্ত্রী কুসলুম।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম