| ২৯ এপ্রিল ২০১৯ | ৯:০৮ অপরাহ্ণ
নানান ছুতোর রশি টেনে
বিলোপ করিস গুন্ঠন,
পর্দা তুলে নিতে তোদের
চলছে হাজার লুন্ঠন।
আবৃত থাক মা বোনেরা
দূরে থাকুক মন্দ,
বোরকা পরা নিয়ে তোদের
কিসের এত দ্বন্দ্ব।
রাস্তা ঘাটে হয়রানি হয়
বেপর্দা সব নারী,
ইভটিজারের দোষ কী বলো
পরলে সিল্ক শাড়ি!
সকল পুরুষ নয়তো পুরুষ
লম্পট আছে কিছু,
নারীর প্রতি অরুচিকর
আওয়াজ ছাড়ে পিছু।
বোরকা পরা নারী দেখলে
সুশীলদের চোখ চুলকায়,
বিষের মত ধরে জ্বালা
মাথায় রক্ত দোল খায়।
পর্দা নারীর সম্মান আনে
হেফাজতে রাখে,
পর্দা করেই বহুত নারী
কলসী তোলে কাঁখে।
বিলোপ করতে নারীর পর্দা
ব্যস্ত কিছু ভণ্ড,
ও মুসলমান জাগো এবার
দিতে ওদের দণ্ড।
(গুন্ঠন= পর্দা, আব্রু, পর্দা,ঢাকনা)
(লুন্ঠন= হয়রানি, বিধ্বস্ত, নিগৃহীত)