রিপোর্ট: কাজী মোঃ কামরুল ইসলাম, কসবা। | ৩০ আগস্ট ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন উপমহাদেশে ইসলাম ধর্মপ্রচারক ও মুবাল্লিক শায়খুল বাঙ্গাল ছৈয়দ আবু মাছাকিন লাহিন্দী আল কাদেরী বল্লভপুরী (রঃ) এর পুণ্যভুমি ও কবি এস এম শাহনূর এর জন্মগ্রাম বল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে গ্রামবাসী ও যুবকদের উদ্যোগে মিলাদ,দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
মহররম মাসের ১০ তারিখ ও পবিত্র আশুরা উপলক্ষে বাদ জোহর সারা গ্রামবাসীর মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী আল ক্বাদরী।
কারবালার রক্তাক্ত প্রান্তরে শাহাদাত বরণকারী সকল শহীদদের উসিলা দিয়ে গ্রামবাসীর সুখ শান্তি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
এ আয়োজনের সাথে সম্পৃক্ত যুব সমাজের উদ্যোক্তারা সফলভাবে দোয়ার মাহফিল ও গ্রামবাসীর মাঝে তবারক বিতরণ সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর নিকট সুকরিয়া আদায় করেছেন।উল্লেখ্য,বহু আগে থেকেই প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে মৃত কবরবাসীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও তবারক বিতরণের আয়োজন হয়ে আসছে।