| ২৭ অক্টোবর ২০১৮ | ৫:১১ পূর্বাহ্ণ
পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ১০ মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার এতথ্য নিশ্চিত করেছেন। পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি বাসের সঙ্গে দ্রুত গতির একটি ট্র্যাকের পারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বাসের এক পাশ সম্পূর্ণ খুলে গেছে। লাশ দেখে কাউকে চেনা যাচ্ছে না। মাথা ছিন্নভিন্ন হয়ে লাশ পড়ে রয়েছে বিভিন্ন স্থানে এবং বিভৎস অবস্থা। আহতদের পঞ্চগড় সদর হাসপাতাল সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এ চিকিৎসার জন্য মিছিলের মত এ্যাম্বুলেন্স যাচ্ছে এবং হাসপাতালে কান্নার বাতাস ভারি হয়ে উঠছে। চারিদিকে চিৎকার শুধু চিৎকার। অনেক লেখালেখি করেও লাভ নেই। প্রতিদিন সড়ক দুর্ঘটনার মিছিল যেন বাড়ছে। সাধারণ মানুষ নিরুপায়। কবে থেকে পাবে এর থেকে পরিত্রান। সড়ক দুর্ঘটনার পরে কোন বিচার ব্যবস্থা না থাকায় সব থেকে যাচ্ছে যেন অধরায়। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।