| ১৮ নভেম্বর ২০১৮ | ৯:০৭ অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবেদন পুলিশের কাছে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পুলিশকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, ওইদিন সংঘর্ষের সময় তোলা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণাদিও চেয়েছে ইসি। পাশাপাশি এ ঘটনায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করছে, সরকারের যোগসাজোশে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব কারণে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।
গত বুধবার (১৪ নভেম্বর ২০১৮) তৃতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
তবে পুলিশ বলেছে, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই পুলিশকে চিঠি দিল ইসি।