শরীয়তপুর প্রতিনিধি | ১৮ এপ্রিল ২০১৯ | ৬:০৭ অপরাহ্ণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ হামলা হয়েছে।
এসময় প্রেসক্লাবের সামনে অবস্থিত সাবেক এমপি কর্ণেল (অবঃ) শওকত আলীর উদ্বোধনের নাম ফলক ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
নড়িয়া প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ জানান বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব ভবনে গিয়ে দেখি প্রেসক্লাবের সামনে অবস্থিত ভবন উদ্বোধনের নাম ফলকটি কে বা করা ভেঙে ফেলেছে। নাম ফলকে আমাদের সাবেক ডেপুটি স্পীকার ও সাবেক এমপি কর্নেল (অবঃ) শওকত আলীর নাম ছিল। প্রেসক্লাবের উপর আক্রোশের বশবর্তী হয়ে একটি চিহ্নিত মহল এ নিন্দনীয় কাজটি করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন প্রেসক্লাবে হামলা আমাদের জন্য একটি অশনি সংকেত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রেসক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, প্রেসক্লাবে কে বা কারা হামলা চালিয়েছে। অপরাধী যেই হোক আমরা তাদের আইনের আওতায় এনে ব্যাবস্থা গ্রহন করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |