| ৩০ ডিসেম্বর ২০১৮ | ৪:৩৯ পূর্বাহ্ণ
নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের মধ্যনাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ি নুরানি মাদরাসা কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ সাতজন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোনাইমুড়ি থানার ওসি নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলার পর ব্যালেট পেপার, ব্যালেট বক্স সব নিয়ে গেছে। প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসারসহ সাতজনকে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র:ইনসাফ টোয়েন্টিফোর ডটকম
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |