• শিরোনাম


    নোয়াখালী জনতা বাজার শামসুল হক নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    ডা.এম এ মাজেদ। | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:০১ অপরাহ্ণ

    নোয়াখালী জনতা বাজার শামসুল হক নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    গত কাল বুধবার চরগুলাখালী,ধানশালীক,কবির হাট নোয়াখালী জনতা বাজার শামসুল হক নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরনী সভা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অএ সভায় প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন
    ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরঅান ও কওমী ওলামায়ে কেরামের সূর্য
    সন্তান হযরত মাওলালা হাফেজ নিজাম বিন বাহাউদ্দীন সাহেব।
    সভায় বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাওলানা মুফতি ইয়াছিন শরীফ,আরো বয়ান পেশ করেন,বসুর হাট মহিলা মাদ্রাসার পরিচালক,মাওলানা আলী আহমদ,মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সালাউদ্দীন
    সাহেব,
    প্রধান মেহমান তার বয়ানে , জামায়াতের সাথে নামাজ পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন নামাজকে দ্বীনের খুঁটি বলা হয় আর যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে দুনিয়া আখেরাতে
    খতিগ্রস্ত হলো। ইসলামে জামাতে নামাজ পড়ার গুরুত্ব, পরিপ্রেক্ষিত বর্তমান সমাজ, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পর আল্লাহর আনুগত্যের রশি গলায় ঝুলানো হলো কি না তার প্রথম পরীক্ষা হয়ে যায় নামাজের মাধ্যমে। আজান হওয়ার সাথে সাথে কালবিলম্ব না করে ঈমান আনয়নকারী ব্যক্তি যখন জামায়াতের সাথে নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে নামাজে শামিল হয়, তখন বোঝা যায়, কালেমাপড়ুয়া ব্যক্তিটি আল্লাহর আনুগত্য তথা ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলতে প্রস্তুত।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম