| ০৪ জানুয়ারি ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচরে ভোট দেয়াকে কেন্দ্র করে চার সন্তানের জননী এক নারীকে দলবেঁধে নির্যাতন ও গণধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ এর আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। আজ বৃহস্পতিবার মাওলানা আনছারুল হক ইমরান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভিন্ন প্রতীকে ভোট দেয়ায় যারা রাতের আঁধারে জোরপুর্বক ঘরে প্রবেশ করে স্বামী সন্তানকে বেঁধে চার সন্তানের জননী নারীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে সংঘবদ্ধভাবে তাকে গণধর্ষণ করেছে।
তারা আকারে মানুষ হলেও প্রকৃতপক্ষে তারা মানুষ নামের হায়েনা।
নারীর প্রতি তাদের ন্যূনতম সম্মানবোধ নেই।
এই হৃদয়হীনা হায়েনাদের কারণেই সমাজে আজ শান্তির বদলে অশান্তির দাবানল জ্বলছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে তিনি আরো বলেন, কে কোন প্রতীকে ভোট দেবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে চাপ প্রয়োগ, বাধা প্রদান বা অত্যাচার মানুষের মৌলিক অধিকার হরণের সামিল। নোয়াখালীতে দলান্ধ গুটি কয়েক নষ্ট-ভ্রষ্ট এই জঘন্য কাজ করে আমাদের সমাজকে, দেশকে বিশ্ব দরবারে কলুষিত করেছে।
আমি অবিলম্বে এই বর্বর ঘটনার ইন্ধনদাতা ও এর সাথে জড়িত দুষ্টচক্রের গ্রেফতার ও সর্বোচ্চ আইনি শাস্তি দাবি করছি।
একই সঙ্গে নির্যাতিতা নারীর সুচিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |