রিপোর্ট : এস.এম. অলিউল্লাহ খান | ০৯ জুলাই ২০১৯ | ৩:২৫ পূর্বাহ্ণ
আজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ০৫ নং ছয়ানী ইউনিয়নের সাদারি গ্রামের লতার বাড়ির সামনে একটি ছেলেকে একটি মহিলা লোভ দেখিয়ে নেওয়ার সময় ছেলে সহকারে ওই মহিলাকে হাতে নাতে ধরে পেলেন স্থানীয় এক যুবক। চারদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনা পরে কিছু কিছু গ্রামে মসজিদে মাইকিং করে দেয় সমাজের সচেতন অবিভাবকেরা এবং সবাইকে নিজের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহ্বান করেন।
তার পর স্থানীয়রা মহিলার পরিচয় জিজ্ঞেস করলে উনি উনার বাড়ি কক্সবাজার বলেন, এবং উনি নিজে স্বীকার করেন ছেলে মেয়ে ধরার জন্য ৪২ টি গ্রুপ সারা বাংলাদেশে বিস্তার লাভ করছে।
বর্তমানে তাকে চেয়ারম্যান হেফাজতে ইউনিয়ন বোর্ড অফিসে রাখা হইছে।
খবর নিয়ে দেখা গেলো এই মহিলা কিছুদিন আগে সুলতান পুর এলাকায় রাতে হুন্ডায় করে ধরা খায় এবং সেই পিক ও দেওয়া হইছে, সেখানে এই মহিলা তার বাড়ি গোপালগঞ্জ বলে, পরে স্থানীয় রা তার কথা বিশ্বাস করে তাকে ছেড়ে দেয়।
সকল অবিভাবকের প্রতি আহ্বান সবাই নিজের পরিবারের ছোট ছোট ছেলে মেয়ের প্রতি সচেতন থাকবেন।