মোঃ বেল্লাল হোসেন নাঈম, চাটখিল-সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতাঃ | ১৫ মে ২০২০ | ৭:০০ পূর্বাহ্ণ
আজ ১৫ মে শুক্রবার থেকে আবারও নোয়াখালী জেলার সকল উপজেলার প্রত্যেকটি হাটবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্যান্য সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে প্রতীয়মান হয়েছে যে, জনগণ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা বা চলাফেরা করছে না, তাই জেলা করোনা প্রতিরোধ কমিটি জেলার সংসদ সদস্যগণ, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহিত আলোচনাক্রমে আজ শুক্রবার ভোর ছয়টা থেকে জেলার(সকল উপজেলা) সকল বাজারের মুদি, কাঁচামাল, ঔষধসামগ্রী সহ সরকার ঘোষিত নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকানপাট এবং যেকোনো ধরণের গণপরিবহন পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মাননীয় জেলা প্রশাসক এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।