| ০৪ জানুয়ারি ২০১৯ | ৮:০৫ অপরাহ্ণ
রাজনীতি অথবা অরাজনৈতিক জীবন,
মরনে কাঁদে যেন দেশের জনগণ।
করিওনা কবু এমন দুষ্ট আচরন,
মৃত্যুতেও যাহা হানে ধ্বংসী সমালোচন।
আজকের ক্ষমতায় যাহাকে বলে ‘নেতা!’
সে’ই নেতান্তে শুকনো ঝড়া পাতা।
ক্ষমতার বলে আজকে যাহা ‘ক্ষমতায়ন!’
ইহাই আগামিকাল শুন্য বাস্তবায়ন।
যে মৃত্যুতে মানুষ আনন্দ মিছিল করে,
হয়নি যেন কবু এমন কিছুর তরে।
এমন কথা বলোনা ভরে মুখ-গাল,
যার জন্য বলে সবাই “মরেছে কালো বিড়াল!”
ক্ষমতার নেশায় মত্ত হয়ে তুমি,
ভুলিওনা একদা মৃত্যু দিবে চুমি!
মৃতকে নিয়ে হাসি-মস্করা হয়,
এমন কাজ করিওনা নির্দয়।
রাজনীতি কর আর পেটনীতি,
হারিয়ে ফেলোনা নিজের ধর্মানুভুতি।
সুখের সন্ধানে রাজনীতি করিয়া,
হাসির খোরাক হয়ওনা নিজে মরিয়া।
ফেরাউন-নমরূদ মরেছে দেখি,
ইতিহাসের পাতায় রেখে আখি।
শতাব্দীকাল পরেও আজ,
থুথু ফিকে সব নামেতে বেলাজ।
আবু লাহাব উতবা শাইবা,
মরেছ কতশত টানলাম নাইবা।
উপহাস আর ঘৃণা ভরে দেখো,
স্বরছে তাদের জগতবাসি লাখো।
মরছে আওয়ামী-বিএনপি কিবা,
রাজনৈতিক খোলসে বহুরূপা।
রাম-বাম অথবা ডানেতেও কেউ,
ক্ষমতার বলে অপকর্মে ঘেউঘেউ।
কুকুর-শুকুরেতেও মৃত্যু হয়,
জানাযা-খাটিয়া কেহ নাহি লয়।
মানুষ হয়ে মৃত্যুতেও মানুষত্ব,
ইহাই মানুষের সর্বাগ্রে শ্রেষ্টত্ব।
তাইতো বলি, “মৃত্যুদূত আসিবার আগে,
নিজেকে গড়া চাই সুস্থ্য দেমাগে।”
জীবনান্তেও যেন মানুষে-মানুষে,
তোমাতে খুজে আলো প্রতি প্রত্যুষে।
মনে রেখো তুমি একজন ‘আশ্রাফুল মাখলুক!’
তোমাতে ফুটে যেন সেই সোনালী আখলুক।
____________________________
#সন্ধা, ০৪.০১.১৯ঈ:
#কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।