এস. এম. অলিউল্লাহ, স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২০ | ৪:৫৬ অপরাহ্ণ
শিবপুরে করোনা ভাইরাসের এই দিনে ,পহেলা বৈশাখ উপলক্ষে আহ সোমবার সকালে নূরনগর ব্লাড ব্যাংক কর্তৃক ভ্রাম্যমান সবজির বাজার অনুষ্ঠিত হয়েছে।
আমাদের আশপাশের যাদের জীবন যাত্রা প্রতি দিনের রোজগারের উপর নির্ভরশীল এই অভাবী পরিবারের পাশে তাদের সাহায্য দানে এগিয়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর নূরনগর ব্লাড ব্যাংক কর্তৃক ও শিবপুর বাজার মক্কা এন্টারপ্রাইজ মোঃ আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় প্রায় ৩০০ টি কর্মহীন অসহায় খেটে খাওয়া হতদরিদ্রের পরিবারের মাঝে কেজি প্রতি মাত্র ২ টাকা শুভেচ্ছা মূল্যে দেড়শ ,পুইশাক , আলু , টমেটো , বেগুন , কাঁচামরিচ , ভ্রাম্যমাণ সবজী বাজার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি লক্ষ করা যায়।
এসময় নূরনগর ব্লাড ব্যাংক এর সকল
সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।