| ১৬ জুলাই ২০১৮ | ১২:৩১ পূর্বাহ্ণ
সত্তরোর্ধ এক যুবক! তিনি কি যুবক?৭০পার হলেও কি মানুষ যুবক থাকে???
আসলে না,তিনি বয়সের ভারে বৃদ্ধ৷ অসুস্ততা তার নিত্য সঙ্গী৷ তার সাহেবযাদা মুহতারাম জাবের কাসেমী ভাইয়ের (Jaber Kasemi) সাথে কথা বলে দেখুন তিনি কতটা অসুস্থ?
কিন্তু তার দ্বীনী খিদমাত, কওম ও মিল্লাতের জন্য তার ব্যতিব্যস্ততা ও উম্মাহর ফিকর নিয়ে দেশ হতে দেশান্তরে ছুটে চলা দেখে আমাদের মত যুবকরা নিজেদের দিকে তাকিয়ে হতাশ হয়৷ মনে করা হয় তিনি ৩৫ বছর বয়সী কোন যুবক!!
কিছু দিন আগে তার সাথে গিয়েছিলাম বগুড়া সফরে৷ ঢাকা থেকে সকাল ১০ টায় রওয়ানা হয়ে আসর গিয়ে পড়ি বগুড়ায়৷ রাতে বয়ান শেষে আবার রাত ১১টায় রওয়ানা হয়ে ফজরের পুর্বে এসে ঢাকা পৌঁছি৷ ঘন্টাখানেক বিশ্রাম করে আবার রওয়ানা হন চিটাগাংয়ের উদ্দেশে।
হযরতের সফর সঙ্গীরা জানেন গাড়ীতে তিনি সাধারণত ঘুমান না৷ পুরো রাস্তা সজাগ থাকেন৷
অসুস্ত এই লোকটি কীভাবে নির্ঘুম এত দূর- দুরান্তের সফর করছেন প্রতিনিয়ত সেই হিশেব কারোই মেলে না।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমীর ও ঢাকা মহানগরীর আহবায়ক,বেফাকুল মাদারিসের সহসভাপতি,জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব,বিশ দলীয় জোটের অন্যতম নেতা,জামিয়া বারিধারার মুদীরে মুহতারাম,বহু মাদরাসার পৃষ্টপোষক ও শায়খুল হাদীসসহ আরো বহু প্রাতিষ্ঠানিক দ্বীনী খিদমাত তিনি অাঞ্জাম দিয়ে যাচ্ছেন৷ এ ছাড়া ইসলাম ও দেশদ্রোহী যে কোন সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসছেন। হুইল চেয়ারে বসে তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে সত্যিই উৎসাহিত করে৷
গতকালের জাতীয় কাউন্সিলে পুনরায় তিনি জমিয়তের মহাসচিব নির্ধারিত হয়েছেন৷ জমিয়তের প্রাণপুরুষে পরিণত হয়েছেন আরো বহুদিন আগেই।
তবু জমিয়ত নেতৃবৃন্দ ও তার সহকর্মীদের প্রতি আমার বিনয়াবনত নিবেদন যে,নূর হুসাইন কাসেমী এ দেশে কিন্তু একজনই! তার সিহহাত ও রাহাতের দিকে আমাদের বিশেষত আপনাদের আরো বেশি লক্ষ্য রাখতে হবে৷ ফলে জমিয়তের ছোটখাটো প্রোগ্রামগুলোতে হযরতকে সশরীরে উপস্থিত না করে হযরতের দুআ ,পরামর্শ ও সার্বিক সহযোগিতা নিয়ে কাজকে এগিয়ে নেয়া ভালো। হযরতের বিচক্ষণতা, দুরদর্শীতা, ইখলাস ও প্রজ্ঞাপূর্ণ নেগরানী নিয়ে কাজ করলে জমিয়ত এগিয়ে যাবে আরো বহুদুর ইনশাআল্লাহ৷
মহান আল্লাহ তাআলা আমাদের আকাবীরদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন৷ তাদের সকল খিদামাতকে কবুল করে বিশ্বব্যাপী তার সুফল ছড়িয়ে দিন৷আর আমাদেরকেও তাদের দ্বারা যথাযথ উপকৃত হওয়ার তাওফীক দান করুন৷