| ২৪ অক্টোবর ২০১৮ | ৮:৫৭ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করে এবার আর ডিজিটাল চুরি করতে দেওয়া হবে না। সরকারের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে।
বুধবার সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। এজন্য আসুন, ঐক্যবদ্ধ হই। শান্তিপূর্ণ আন্দোলনে আমরা এগিয়ে যাব।
ফখরুল বলেন, বাধা বিপত্তি পেড়িয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তো? সবার আগে আমাদের খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
তিনি বলেন, এই সিলেট অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্ম দিয়েছে এই সিলেট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |