| ২০ ডিসেম্বর ২০১৮ | ৫:৫৩ অপরাহ্ণ
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেরা ভোট কারচুপি করতেই জাল ব্যালট পেপার ছাপানোর মিথ্যা অপবাদ বিএনপিকে দিচ্ছেন প্রধানমন্ত্রী।
সিইসিকে দোষারোপ করে ফখরুল বলেন, হামলা- মামলার ঘটনা ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার কারণে এরই মধ্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।
ফখরুল আরো বলেন, এতকিছুর মাঝেও জনগণের সমর্থনের কারণে নির্বাচনে আছে ঐক্যফ্রন্ট। এ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা কি গনতন্ত্রে যাবো নাকি একনায়কতন্ত্রে থাকবো।
বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।