গাজী আশরাফ আজহার | ১৮ আগস্ট ২০১৮ | ৪:৫৮ অপরাহ্ণ
গতকাল শুক্রবার (১৭/৮/১৮) গাজীপুর মাওনা থেকে টঙ্গী দীর্ঘপথ জ্যাম ৷ গাড়ীতে প্রায় ৪ ঘন্টা একই জায়গায় আটকে আছে মানুষ, যখন সবাই বিরক্ত, ক্লান্ত, পিপাসার্ত,রাগন্বিত।
তখনই রাস্তার পাশের একটা মাদরাসা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বালতি, জগ ও মগ এবং বোতল হাতে মাদরাসার নলকূপের ঠান্ডা পানি নিয়ে এগিয়ে এলো তাদের তৃষ্ণা মেটাতে,
প্রায় ৩/৪ কিঃমিঃ পায়ে হেটে এভাবে পিপাসার্ত, রাগন্বিত মানুষগুলোকে সামান্য পানি পান করিয়ে তাদের কষ্ট কিছুটা লগব করার চেষ্টা করছে মাদরাসার ছেলেরা ৷
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যদি এই মানবতার শিক্ষা দিতো, তাহলে দেশ অনেকটা এগিয়ে যেতো,
উদার মন আর নিঃস্বার্থ ভালবাসার শিক্ষা একমাত্র কওমী মাদ্রাসাতেই দেয়া হয়,
এই শিক্ষা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চালু হোউক সেই প্রত্যাশাই রইলো।