রিপোর্ট: মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর থেকে | ১৪ জুন ২০১৯ | ৭:০২ অপরাহ্ণ
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে ভয়বহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত অনুমান ১২ ঘটিকার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও স্হানীয় সুত্রে জানা গেছে। অগ্নিকান্ডের প্রকৃত কারন সম্পর্কে জানা না গেলেও কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
জানা গেছে রাতে চিতনা গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে মোঃ জালু মিয়ার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় জালু মিয়ার ঘরে থাকা ৫টি গরু ও তার প্রতিবেশী মৃত সাহাজ উদ্দিনের ছেলে মোঃ হাছন আলীর ঘরে থাকা ১ টি দুই পরিবারের ৬টি গরু নগদ টাকা ,মুল্যবান সামগ্রী সহ দুটি ঘর পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।