রিপোর্ট : মো: আব্দুল হান্নান, নাসিরনগর থেকে | ২৮ মে ২০১৯ | ৪:০৪ পূর্বাহ্ণ
এবার দিনে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৬/০৫/২০১৯ রবিবার অনুমান দুপুর ১২ ঘটিকায়।
অভিযোগকারি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল বেনীপাড়া মাদ্রাসা মোড়ের হাফসা ফার্মেসীর সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম।
মোঃ রফিকুল ইসলাম জানায় দীর্ঘ পাঁচ বছর যাবৎ সে ফার্মেসীর সঙ্গে বিকাশ,ফ্লেক্সিলোড ব্যবসা করে আসছিলো।
ব্যক্তিগত কাজে কিছুক্ষনের জন্য সে দোকান বন্ধ করে নাসিরনগর বাজারে আসে। বাজারের কাজ শেষ করে সে অনুমান বেলা ৩ ঘটিকায় দোকানের ভেতর প্রবেশ করিয়া দেখে দোকানের ক্যাশের তালা ভাঙ্গা।
ক্যাশ তল্লাশী করিয়া দেখে দোকানে থাকা বিকাশের নগদ ৩০০০০০/-(তিন লক্ষ টাকা) নাই। অজ্ঞাতনামা চোর দোকানের তালা ভেঙ্গে দিনে দুপুরে এই অপকর্ম করে।
চুরির বিষয়ে মোঃ রফিকুল ইসলাম নাসিরনগর থানায় ২৭/০৫/২০১৯ ইং সোমবার দুপুরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করেন।