রিপোর্ট: মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর থেকে | ১৫ জুন ২০১৯ | ১১:৪৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বাড়ি ঘর পরিরদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।ক্ষতিগ্রস্থ পোড়া বাড়ি ঘর,অগ্নিদগ্ধ গবাদি পশু, নগদ টাকা ও অন্যান্য ক্ষতির পরিমান প্রায় দশ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল কবির প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার কে নগদ ২০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন আবুল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ১৩ জুন ২০১৯ রোজ বৃহস্পতিবার রাত অনুমান ১২ ঘটিকার সময় গুনিয়াউকের চিতনা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ঐ গ্রামের মৃত কলমধর মিয়ার ছেলে জালু মিয়া ও মৃত সাহাজউদ্দিনের ছেলে মোঃ হাছন আলীর দুই পরিবারের ৬টি গরু সহ সহ বাড়ি ঘর পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। আগুন লাগার উৎস সঠিক ভাবে নির্ধারন করা না গেলেও ধারনা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।