রিপোর্ট: মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর থেকে | ১৫ মে ২০১৯ | ৫:০৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের গাংকুলপাড়ার সুজন দাসের ছেলে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে লিজু দাস (৫) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ৮ মাস যাবৎ চিকিৎসাধীন রয়েছে। অসূস্থ লিজুর উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে ২ লক্ষ টাকার চেক আজ ১৫ মে ২০১৯ রোজ বুধবার বেলা ২ ঘটিকার সময় স্থানীয় নাসিরনগর ডাক বাংলোতে লিজুর বাবা সুজন দাসের হাতে তুলে দেন।
চেক প্রদান করার সময় উপস্থিত ছিলেন,নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা, যুগ্ম-আহবায়ক মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন,যুবলীগ নেতা মোঃ হাকিম রাজা,পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক নির্মল চৌধূরী সহ উপজেলা আওয়ামীলীগ, য্বুলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেত্রীবৃন্দ।