গাইবান্ধা প্রতিনিধি : | ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৫:১৬ পূর্বাহ্ণ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে গ্রেফতার করেছে সদও থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।। সম্প্রতি সদর উপজেলার গিদারী ইউনিয়নে জামায়াত নেতাকর্মীরা একটি গোপন বৈঠক করে। সেখান থেকে রাষ্ট্র বিরোধী বেশকিছু লিফলেট জব্দ করা হয়। সেই ঘটনার সাথে করিমের সম্পৃক্ততা আছে বলে জানায় পুলিশ। পাশাপাশি একাধিক নাশকতার মামলার সাথে জামায়াত নেতা আব্দুল করিমের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার কৃত আব্দুল করিমের বাড়ী গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুরের মৃত নজিব উদ্দিনের ছেলে।