| ২৯ নভেম্বর ২০১৮ | ৪:৫৯ পূর্বাহ্ণ
নাটোরের লালপুরে প্রতিপক্ষের লোকেরা জাহারুল ইসলাম নামে যুগলীগ নেতার হাত-পায়ের রগ কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করেছে।
বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর সুগার মিলের ২ নং গেটের পশ্চিম পাশে বাহাদিপুর লেবার লাইন এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনায়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদিপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ফটকের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৮) দাঁড়িয়ে ছিলেন। এই সময় প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত গোপালপুর পৌরসভার কমিশনার মাসুদ রানা, যুবলীগ কর্মী মঞ্জুসহ আরো ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়, কোপ দেয় তার মাথায়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় জাহারুলের সমর্থক বাওড়া এলাকার বাবলু হোসেনের ছেলে প্রান্ত ও বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন ও গুরুতর আহতাবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানিয়েছেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।