• শিরোনাম


    নরসিংদীতে বিয়ের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৭ জন।

    | ১৫ আগস্ট ২০১৮ | ৪:১৫ পূর্বাহ্ণ

    নরসিংদীতে বিয়ের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৭ জন।

    ফাইল ছবি

    গতকাল ম মাইক্রোবাসটি নরসিংদীর রায়পুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে চাঁদপুর ফিরছিল।

    নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।



    ১৪ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি নরসিংদীর রায়পুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে চাঁদপুর ফিরছিল। পথে শিবপুর সোনাইমুড়ির টেক এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন।
    পরে হাসপাতালে বাকী তিনজন মারা যান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম