| ০৫ ডিসেম্বর ২০১৮ | ৭:৫২ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এবাদুল করিম বুলবুলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচনী গণসংযোগ শুরু করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আজ বুধবার বড়াইল ইউনিয়নের ৩নং ওর্য়াড বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রচারণা সভা অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচনে ৩নং ওয়ার্ডের জনগণের প্রতি আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন।
নৌকাকে সমর্থন জানিয়েছে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাচ্চু মেম্বার,মনির হোসেন, মাসুম কবির, ও হুমায়ূন কবির, কালাম সর্রদার, আবিদ রহমান, সামস আলম, মুখলেছুর রহমান, যুবলীগের সভাপতি মুনির হোসেন, বড়াইল ইউপি ছাত্রলীগের সভাপতি আহম্মেদ ইমতিয়াজ কাউছার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সোহাগ হাসান, কাজী রুবেল,বাছির, কবির হোসেন, ফাইজুর মীর আরো অনেকে।
নেতা কর্মীদের উপস্থিতির মাধ্যমে বড়াইল ইউনিয়ন ৩ নং ওর্য়াডের নির্বাচন কমিটি গঠন করা হয়।