রিপোর্ট: আমিনুল ইসলাম | ১২ নভেম্বর ২০১৮ | ২:৪০ পূর্বাহ্ণ
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে শ্যামল বাংলা কিন্ডারগার্টেন ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, সোয়েব মিয়া, শিমুল ভূঁইয়া,সাবেক প্রধান শিক্ষক কাজী আমির হোসেন ও বর্তমান সহকারী প্রধান শিক্ষক কাজী রুবেল হোসেন।
আদর্শ জাতি গঠনে বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি পারিবারিক কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন অতিথিরা। তাই সন্তানের প্রতি সার্বিক খোঁজ-খবর রাখার জন্য মা-বাবার প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
সহকারী শিক্ষক কাজী ইকরামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে ২৩ জন শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করে দোয়া করা হয়।এতে ১৩ জন ছাত্র ও ১০ ছাত্রী রয়েছে।