রিপোর্ট: হেবজুল বাহার, | ১১ জুলাই ২০১৯ | ১১:১৯ অপরাহ্ণ
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার এসআই মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (১০/৭) রাতে গোপন সংবাদ পেয়ে নবীনগর নৌকা ঘাট হতে ১৫ কেজি গাঁজা সহ ৩ জন মহিলাকে আটক করে।
আটককৃতরা হচ্ছে কসবা থানা এলাকার শিউলী আক্তার প্রঃ খোদেজা (৩০), মর্জিনা আক্তার মিনা প্রঃ জেসমিন আক্তার (৩২), জুলেখা বেগম (৪৮)।
ওসি রনোজিত রায় জানান, আসামীদ্বয়কে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।