হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ০৯ অক্টোবর ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তও্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন সার্কেল শাখা-৪) ড.জীবন কুমার সরকার আজ বৃহস্পতিবার(৮/১০)সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মনতলা, নারায়নপুর, ভোলাচং ও ডোলাবাড়ীর ভাঙ্গন রোধে শহর রক্ষাবাধ নির্মান প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এই সময় মেয়র এড.শিব শংকর দাস ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
নতুন স্বপ্ন বাস্তবায়নের কর্ণধার পৌর মেয়র এড.শিব শংকর দাস বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই চারটি শহর রক্ষা বাঁধ প্রকল্প নির্মিত হলে শহরের সৌন্দর্য যেমন বৃদ্বি পাবে তেমনি নতুন রাস্তা নির্মিত হবে এবং ভাঙ্গনের কবল থেকে বিশাল জনগোষ্ঠী রক্ষা পাবে।