রিপোর্ট: মো.আক্তারুজ্জামান, নবীনগর থেকে | ২৭ এপ্রিল ২০১৯ | ৫:১১ অপরাহ্ণ
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার ফজলু মিয়ার ছেলে শিশু মিয়া মাদক বিক্রয় অপরাধে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে সালিশি বৈঠকে বড়িকান্দি গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে এলাকার সাহেব সরদার ও মাতব্বররা।
এলাকাবাসী জানান, শিশু মিয়া, দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মাদকসহ অন্ধকার জগতের বিভিন্ন অপরাধ করে আসছিল।এলাকায় বিভিন্ন অপকর্ম সহ সাধারণ মানুষকে অকারনে মারধর করে থাকেন, ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলার সাহস পায় না।
উল্ল্যেখ,বড়িকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে শিশু মিয়া, একই গ্রামের জাকির হোসেনের ছেলে বিল্লাল মিয়াকে ১৩এপ্রিল শনিবার রাতে বাড়ি থেকে ডেকে শ্রীঘর কান্দা পাড়া নিয়েযায় সেখেনে শিশু মিয়ার (৬৫হাজার টাকার) মাদক চুরি দায়ে অটোচালক বিল্লাল মিয়াকে মারধর করেন।