| ১৯ ডিসেম্বর ২০১৮ | ৯:৩৪ অপরাহ্ণ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মেহদী হাসান এর মিনার মার্কার সমর্থনে আজ বুধবার দিনব্যাপী নবীনগর পৌর এলাকা, ইব্রাহীমপুর, পালপাড়া, জাফরপুর, জিনোদপুর,বটতলী বাজার, লাউরফতেহপুর, আহমদপুর, হাজীপুর,বাংগরা বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে আলহাজ্ব মাওলানা মেহদী হাসান বলেন,নবীনগরকে একটি উন্নয়নশীল মডেল এলাকা গড়তে প্রয়োজন একজন আল্লাহ ভীরু জনপ্রতিনিধির,যিনি রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করবেনা।কারণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের কারণে এলাকার উন্নয়নকাজে সুষম বণ্টন নিশ্চিত হয়না।তাই উন্নত ও উন্নয়নশীল নবীনগর গড়তে তিনি সকল ভোটার দের নিকট দোয়া, সহযোগীতা ও মিনার মার্কায় ভোট প্রদান করতে আহবান জানান।
গণসংযোগকালে জেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান,হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, মাওলানা অলি উল্লাহ, জেলা সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ,জেলা ছাত্র খেলাফতের সৈয়দ কাশেম,হাফেজ জসিম,মাওলানা আকবর হোসেন,মোঃ রণী, উপজেলা ছাত্র খেলাফতের মাওলানা আশরাফুল হক,হাফেজ নুরুল্লাহ, হাফেজ সানাউল্লাহ,মোঃ পলাশ, মোঃ আরিয়ান,জুবায়েদ মাহমুদ নির্জন, মোঃ ফরহাদ ও মোঃ জুনায়েদ প্রমুখ।