রিপোর্ট: হেবজুল বাহার, নবীনগর থেকে | ১২ জুলাই ২০১৯ | ৭:২১ অপরাহ্ণ
নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের অন্তর্গত টিয়ারা গ্রামের উত্তরপাড়া বাইতুল নুর জামে মসজিদের ২১শতক জমি যার বিএস খতিয়ান নং- ৬৮৩, জেএল নং- ১৫১ (মৌজা টিয়ারা, ইউনিয়ন বিটঘর, উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া) এর উপর জোরপূর্বকভাবে দখল করিয়া একটি একতলা বিশিষ্ট এল সিষ্টেম বিল্ডিং নির্মানের অভিযোগ উঠেছে এক স্হানীয় বাসিন্দা মোঃ বোরহান মিয়ার বিরুদ্ধে। মোঃ বোরহান মিয়া ঐ গ্রামের মরহুম সুরুজ মিয়ার ছেলে। অভিযোগে উল্লেখিত যে, উক্ত মসজিদ কমিটির সভাপতি হাজ্বী মোঃ ইউনুছ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ কামাল মিয়া বারবার উক্ত মসজিদের জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, প্রায় এক বছর পূর্বে জোর পূর্বক বিল্ডিং নির্মান করেন মোঃ বোরহান মিয়া। সমাজের সকল জনগন মসজিদের জমি উদ্ধারের চেষ্টা করলে মোঃ বোরহান মিয়া জানান ” আমার টাকার বিনিময়ে উক্ত জমি দখল করিয়া নিয়াছি”। সরেজমিনে গিয়ে মোঃ বোরহান মিয়া বিদেশ থাকায় তার সাক্ষাৎ পাওয়া যায়নি। টিয়ারা উত্তরপাড়া সমাজের পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম মসজিদের জমি উদ্ধারের জন্য ১১/০৭/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট আবেদন করেন।