রিপোর্ট হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার: | ১৯ নভেম্বর ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের মানিক চক্রবর্তীর বাড়ির দু’শ বছরের প্রাচীন মন্দিরে বুধবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল মন্দিরের তালা ভেঙ্গে ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে।
ঠাকুর বাড়ির মানিক চক্রবর্তী বলেন, আমাদের বাড়ির এই মন্দিরে ২০০ বছরেও এরকম ঘটনা ঘটেনি। গতকাল রাতের চুরি ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। মন্দির থেকে চোরের দল গণেশ মূর্তি, নারায়ণ মূর্তি ও শীলাসহ ৮টি পিতলের বিগ্রহ এবং মন্দিরের আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্রও নিয়ে যায়।’
নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |