• শিরোনাম


    নবীনগরে বিয়ের ৯ মাসের মাথায় নববধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার

    হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৮ অক্টোবর ২০২০ | ১১:৫৫ পূর্বাহ্ণ

    নবীনগরে বিয়ের ৯ মাসের মাথায় নববধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার

    নবীনগরে বিয়ের ৯ মাসের মাথায় নববধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামে। নববধূ’ সোনিয়ার গলায় ফাঁস লাগানো মৃতদেহ গতকাল রাতে উদ্ধার করা হয়।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীঘর গ্রামের জামাল মিয়ার ছেলে সুজন মিয়া গত ৯ মাস আগে বিয়ে করে একই উপজেলার বাইশমৌজা এলাকার চারগাঁছ গ্রামের সানিয়া আক্তার (১৮) কে।



    পরিবারের লোকজন জানায়,মাটিকাটা’র শ্রমিক সুজন মিয়া গতকাল ১৭ অক্টোবর শনিবার রাতে ভাত খাবার পর বাড়ির পার্শ্ববর্তী ঘাটে বাঁধা নৌকা দেখতে যায়।ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে সোনিয়াকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।তবে সোনিয়ার পিতা-মাতা’র দাবী তার মেয়েকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রেখেছে স্বামীর বাড়ির লোকজন।

    নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্চার্জ মুকবুল হুসেন জানান।এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম