রিপোর্ট: এস.এম.অলিউল্লাহ খান, নবীনগর প্রতিনিধি | ০৪ মে ২০১৯ | ৫:৫৭ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে আপেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আপেল ওই গ্রামের উরমুজ আলীর ছেলে।
নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বারী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে ধান ক্ষেত থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আপেল মারা যান।