রিপোর্ট: পিয়াল হাসান রিয়াজ | ৩০ এপ্রিল ২০১৯ | ৬:১৯ অপরাহ্ণ
সরকারি ভাবে নতুন মিটার স্থাপনের ক্ষেত্রে ৫০০ অথবা ৬০০ টাকা নির্ধারিত থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে স্থানীয় কিছু দালালের সহযোগিতায় নতুন বিদ্যুৎ সংযোগের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশ্নবিদ্ধ হচ্ছে আলোর ফেরিওয়ালা।
যদিও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নীলমাধব বণিক সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে এই বিষয়ে এলাকা ভিত্তিক কাউন্সেলিং এর কথা জানিয়ে জড়িতদের কে আইনের আওতায় আনার তাগিদ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।