মো.আক্তারুজ্জামান। | ২৮ জানুয়ারি ২০১৯ | ১১:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টরে গ্যারেজে ঢুকে ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার(২৭ জানুয়ারি) রাত সাড়ে১২টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের পূর্ব পাড়া কবর স্থানের সাথে সাগর মিয়ার গ্যারেজে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা দুইটি ট্রাক্টরের চাঁকাসহ গাড়ীর অনেক অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ট্রাক্টরে মালিক সাগর মিয়া চিৎকার করলে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাক্টরে মালিক সাগর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে- বলে জানান, ট্রাক্টরে মালিক সাগর মিয়া।
মো.আক্তারুজ্জামান
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
০১৬২২১০০০২০