হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০২০ | ১:০৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখি গ্রামে আকলিমা বেগম (২২) নামে এক গৃহবধূ সোমবার রাত ৮টায় নিজ বাড়িতে খুন হয়েছে। স্থানীয় বখাটে যুবক মনির হোসেন (২৪) ছুরিকাঘাতে তাকে হত্যা করে বলে স্বজনরা দাবি করেছেন।
সূত্র জানায়, নিলখি গ্রামের লিটন মিয়ার স্ত্রী আকলিমা বেগম। এক সন্তানের জননী আকলিমার সাথে স্বামী লিটনের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এ সময়ে স্থানীয় বখাটে মনির গৃহবধূর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেক্ষেত্রে মনির কেন গৃহবধূকে হত্যা করেছে সে বিষয়ে জানতে চাইলে স্বজনরা জানান ১৫ দিন আগে নিলখি গ্রামের জুয়েল মিয়ার ছেলে মনির হোসেন আকলিমার বড় ভাই রবিউলের কাছে বিয়ের প্রস্তাব দেয়। আকলিমার পরিবার মনিরের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মনির উত্তেজিত হয়ে আকলিমাদের লাউয়ের মাচা ভেঙ্গে ফেলেন। এ বিষয়ে আকলিমার পিতা গ্রাম্য মেম্বারের কাছে বিচার প্রার্থী হলে সোমবার সন্ধ্যায় উত্তেজিত হয়ে মনির এ ঘটনা ঘটাতে পারেন বলে স্বজনরা জানান।
সোমবার রাত আনুমানিক আটটার দিকে নিজ ঘরে ভাত খাচ্ছিলেন আকলিমা বেগম। এসময় মনির হোসেন আচমকা ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাত করে। ঘটনা টের পেয়ে প্রতিবেশিরা এগিয়ে আসলে মনির পালিয়ে যায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে আকলিমার মৃত্যু হয়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন বলেন,’পরকীয়াসহ পারিবারিক কারণে বখাটে মনির ক্ষিপ্ত হয়ে আকলিমাকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।অভিযুক্ত মনিরকে আটকের চেষ্টা চলছে।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |