মো.আক্তারুজ্জামান, নবীনগর থেকে | ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:২৬ অপরাহ্ণ
জোবেদা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তি যোদ্ধা এডভোকেট আব্দুল লতিফ এর স্মরণে অসহায় ও গরীব চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজ মাঠ প্রাঙ্গণে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে হাজারো চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার ওষুধ বিনামূল্যে বিতরণসহ অপারেশনযোগ্য রোগীদের ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।
জোবেদা খাতুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক ল্যাবরেটরীজ লিমিটেডের এ.এস.এম আবু সায়ীদ মো.মুকীত,আর.এস.এম মো.ফিরোজ আলম,সিনিয়ার ফিল্ড ম্যানেজার মো.আবু হানিফ,সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ সৌদিআরব প্রবাসী আলহাজ্ব হাবিবুর রহমান (হাবিব),সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মোর্শদ আলম, প্রমুখ
চিকিৎসার সেবা পরিচালনায় ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল বাসাইল নরসিংদী,ফ্রি ওষুধ ও সার্বিক সহযোগীতা এশিয়াটিক ল্যাবরেটরীজ লিমিটেড।