• শিরোনাম


    নবীনগরের শিবপুরে আ’লীগের নির্বাচনী প্রচারণা সভায় পূর্বাঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতি নৌকা প্রার্থীর।

    | ২৮ ডিসেম্বর ২০১৮ | ৬:০৩ অপরাহ্ণ

    নবীনগরের শিবপুরে আ’লীগের নির্বাচনী প্রচারণা সভায় পূর্বাঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতি নৌকা প্রার্থীর।

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবাদুল করিম বুলবুল বলেছেন, ‘পূর্বাঞ্চলে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয় পূর্বাঞ্চলে। তাই আমাকে নির্বাচিত করলে পূর্বাঞ্চলের ছয় ইউনিয়নকে প্রশাসনিক থানা করা হবে।’

    বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শিবপুর হাই স্কুল মাঠে চেয়ারম্যান মোঃ শাহীন সরকারের সভাপতিত্বে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



    জনসভায় আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী আরও বলেন, ‘এমপি বাদল সাহেবের অসমাপ্ত কাজগুলোকে খুব শিগগিরি সম্পন্ন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে এবং দেশও সন্ত্রাস, মাদক ও জঙ্গি মুক্ত থাকবে।’

    এবাদুল করিম বুলবুল আরও বলেন, ‘নবীনগরে এই সরকারের মেগা প্রজেক্টের প্রায় ১৫০০ কোটি টাকার কাজ চলছে। মহাজোট সরকার আবারো ক্ষমতায় না আসলে বিএনপি-জামাত জোট সেই সকল উন্নয়ন কাজ ফের বন্ধ করে দেবে।’

    জনসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগ সেক্রেটারি এম এ হালিম, ব্যারিস্টার জাকির আহম্মদ, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার কবির আহম্মদ, অধ্যাপক নুরন্নাহার বেগম, সাবেক চেয়ারম্যান গোলাম শাহরিয়ার বাদল, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু এবং আরিফুল ইসলাম টিপুসহ প্রমুখ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম