• শিরোনাম


    নবীনগরের রসুলপুরে ভয়াবহ অগ্নিকান্ড, সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় একটি পরিবার।

    এস.এম অলিউল্লাহ, নবীনগর প্রতিনিধি, আওয়ার কণ্ঠ | ০৮ মার্চ ২০১৯ | ৬:৩৯ অপরাহ্ণ

    নবীনগরের রসুলপুরে ভয়াবহ অগ্নিকান্ড, সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় একটি পরিবার।

    শোকের এক কালো রাত পার করলো রসুলপুরবাসী।
    ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রসুলপুরে গতকাল (৮/৩/১৯) রাত্রে আনুমানিক ১টার সময় ভয়াবহ অগ্নিকান্ডে আনোয়ার মিয়া পিতা মৃত আবু নাসির মোল্লার নগদ একলক্ষ টাকা সহ ৪টি গরুর মধ্যে ৩ টি পুড়ে ছাড়হার হয়ে গেছে। একটি গরু মৃতপ্রায়। একজন মানুষ আগুনে পুড়ে আহত হয়ে হসপিটালে ভর্তি। এবং চারচালা ঘর সহ আরো একটি দুচালা ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে৷
    সবমিলিয়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    এ অগ্নিকান্ডে একালাকাবাসীর মনে বইছে শোকের মাতম। যদিও এখনো জানা যায়নি কে বা কারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে তবে সবাই ধারনা করছে যে,গরু নিতে আসা চোর,ডাকাতরা অগ্নিসংযোগ করেছে। উপজেলার ফারি থানার এস আই এহসান স্যার ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছে এবং তদন্ত সাপেক্ষে খাতিয়ে দেখছেন বলে জানায়। এমন জঘন্য অগ্নিকান্ডে এলাকার মানুষের মনে অতংক বিরাজ করছে, আগুনের ভয়াবহতা এতো ভয়ংকর ছিল যে যদি সময় মতো এলাকাবসী একত্রিত না হতো এবং ইন্জিন এর বব্যস্থা করে পানি না দিতো তাহলে হয়তো বা আগুন ভয়ংকর রুপ নিতো এবং পুড়ে যেতো পুরো রসুলপুর নামের জনপদটি। আওয়ার কণ্ঠ পরিবারের পক্ষ থেকে এমন জঘন্য অগ্নিকান্ডের তীব্র নিন্দা প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম