রিপোর্ট : হেজবুল বাহার, নবীনগর থেকে | ১৫ জুলাই ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মহেশ রোডের পুকুর পাড়ের পাশে সরকারি খাল অবৈবভাবে ড্রেজার দ্বারা বালু ভরাট করে দোকানঘর নির্মানের অভিযোগ।
জলাবদ্ধতা ও পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার ফলে বিটঘর গ্রামের শতাদিক বাড়ি ঘর পানি বন্ধি হয়ে পড়ায় আজ সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগ।
তাই উত্তম কুমার দাস বিটঘর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও চম্পা রানী দাস অফিস সহায়ক বিটঘর ইউনিয়ন ভূমি অফিস বাধা প্রদান করলে দখলকারীগণ হুমকি দামকি দেওয়ায় নবীনগর থানা অফিসার ইনচার্জ বরাবর বিটঘর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম বাদী হয়ে চারজন দখলদারিগণকে বিবাদী করিয়া উত্তম কুমার দাস ও চম্পা রানীর স্বাক্ষরিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এজাহার দায়ের করেন।
( ১)মোঃ মোবারক হোসেন (৫০), পিতা- আবু বকর সিদ্দিক (২) ইকবাল হোসেন (৪৫), পিতা- আবু বকর সিদ্দিক (৩) মনির মিয়া (৩৭) পিতা- মৃত জয়দুল হোসেন মেম্বার(৪) আমান মিয়া (৩৫) পিতা- মৃত জয়দূল হোসেন মেম্বার।
এই চারজন দখলদারিগণকে বিবাদী করিয়া উত্তম কুমার দাস ও চম্পা রানীর স্বাক্ষরিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ১২এজাহার দায়ের করেন।