| ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৪:১১ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাচঁ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের আবু মেম্বর ও মুসলেম সর্দারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে শনিবার সকালে গৌরনগর বাজারে একটি চায়ের দোকানে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। এদের মধ্যে দুলাল মিয়া (৬০) ও জয়নাল আবেদীন (৫৫) নামের দুজনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, বর্তমানে এলাকার পরস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংর্ঘষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।