নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারি ২০২২ | ১০:২৯ অপরাহ্ণ
আজ ৩১ জানুয়ারি ২০২২ সোমবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ধাপের নির্বাচন। এই ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী।
মুফতী আমজাদ হোসাইন আশরাফী চশমা ৬৮১৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থী থেকে ২৪৬৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন এই আলেম প্রার্থী।
মুফতি আমজাদ হোসাইন আশরাফীর প্রতীক ছিল চশমা মার্কা। তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর একজন নৌকা মার্কা, অপর দুজন হাতপাখা ও আনারস প্রতীকে দাঁড়িয়ে ছিলেন।
সাবেক দুইবারের চেয়ারম্যান মাশুকুর রহমান নৌকা ৪৩৫০ ভোট, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জিল্লুর রহমান আনারস ৩৪৪৪ ভোট ও মনির মিয়া হাতপাখা ১৫১ ভোট
মুফতি আমজাদ হোসাইন আশরাফী একজন বক্তা, খতিব ও বেশ কয়েকটি মাদরাসার মুহতামিম।
তার বিজয়ের খবরে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও একের পর এক বিজয় মিছিল বের হয়েছে তার বিজয়ের খবরে।