• শিরোনাম


    নবীনগরের কৃষ্ণনগরে বজ্রপাতে ১ জন নিহত ও আহত ২ এসএসসি পরীক্ষার্থী।

    মো.আক্তারুজ্জামান, নবীনগর থেকে | ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:২৪ অপরাহ্ণ

    নবীনগরের কৃষ্ণনগরে বজ্রপাতে ১ জন নিহত  ও আহত ২ এসএসসি পরীক্ষার্থী।

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইটভাটায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী। নিহতের নাম মঞ্জুর আলী (৩৫)। সে নাছিরনগর উপজেলার সোলাকান্দি গ্রামের গোলাপ রহমানের সন্তান।
    আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, বুধবার সকালে নৌকায় মাটি উত্তোলন করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় মারাত্মকভাবে আহত হন মঞ্জুর আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া পাশ্ববর্তী রায়পুরা উপজেলা মির্জাচর গ্রামে সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে ২ শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়। সোহেল মিয়া ও সুবীর বর্মণকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম