এস এম অলিউল্লাহ নবিনগর থেকে | ২৫ জুলাই ২০১৮ | ৬:০২ অপরাহ্ণ
গত ১৭/০৭/২০১৮ ইং তারিখে
ব্রাক্ষণবাড়িয়ার – নবীনগর থানার
কুড়িঘর গ্রামে ইউনুছ হাজ্বির বড় ছেলে আবু বক্কর মোল্লার কুড়িঘর বাজারের পুর্ব পার্শ্বে ২৬ বিঘা জমির উপর গড়ে উঠা
নুতুন মাছের বেরিবাদে কীটনাশক বিষ দিয়ে
৮ – ১০ লক্ষ টাকার চাষের মাছ নষ্ট করিয়াছে দুষ্কৃতিকারীরা,
কে বা কারা এ জঘন্যতম কাজটা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
আবুবক্কর মুল্লা আওয়ার কন্ঠ২৪ কে জানিয়েছেন যে তার বিশাল জলাশয়ে প্রায় ৮ থেকে ১০ লক্ষাধিক টাকার মাছ নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা, ঘটনার আগের দিনেও ১৮ হাজার টাকার পোনা ছাড়া হয়েছে,
তিনি প্রশাসনেরর দৃষ্টি আকর্ষন করে বলেন যে দৃষ্কারিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, নতুবা দুষ্কৃতিকারীরা বাংলাদেশের মৎস্য সম্পদে আরো বেশি ক্ষতি করবে, এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।