রিপোর্ট: নুরে আলম জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা সম্পাদক : আওয়ার কণ্ঠ | ০৩ মে ২০১৯ | ৫:৪৭ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর খড়িয়ালা উলামা ত্বোলাবা ও তাওহীদি জনতার উদ্যোগে রমজান মাসের পবিত্রতা রক্ষায় বাজারে টিভি, সিডি, গান-বাজনা ও দিনে খাবারের হোটেল বন্ধের দাবিতে কুড়িঘর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২রা মে নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কাশেম সাহেবের সভাপতিত্বে ও
আলহাজ্ব মাওলানা আবুল কালাম সাহেব পরিচালনায় এলাকার সর্দার মাতাব্বর গণের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে পবিত্র রমজান মাসে টিভি সিডি, দিনের বেলা চায়ের দোকান ও হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তের পর কুড়িঘর খড়িয়ালা উলামা ত্বোলাবা ও তাওহিদী জনতার উদ্যোগে কুড়িঘর ও খড়িয়ালা বাজারে গণসংযোগ এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।