• শিরোনাম


    নবি ও বুড়িমা (কবিতা) কবি: সায়ীদ উসমান

    | ২৩ মার্চ ২০১৯ | ৪:৫১ পূর্বাহ্ণ

    নবি ও বুড়িমা (কবিতা)  কবি: সায়ীদ উসমান

    রোদ্রে মাটি যাচ্ছে ফেটে
    সেই রোদে এক বুড়ি হেঁটে
    যাচ্ছে ভারি বোঝা হাতে
    একলা সে কেউ নেই যে সাথে ।

    সেই বুড়িমা বোঝার ভারে
    যাচ্ছে নুয়ে বারে বারে
    প্রিয় নবি তাই না দেখে
    কাছে গিয়ে আদর মেখে-



    বুড়ির বোঝা কাঁধে তুলে
    ভালোবাসার ফুলে ফুলে
    ভরিয়ো দিলেন বুড়ির মন
    নবিই বুড়ির আপনজন।

    ‘ও বুড়িমা কেনো তুমি
    যাচ্ছো ছেড়ে জন্মভূমি
    কোথায় যাবে, কোন সে দেশে?’
    প্রশ্ন করেন নবি হেসে।

    বললো বুড়ি ‘নতুন নবি
    বাপ-দাদাদের ধর্ম সবি
    দিচ্ছে এখন ধ্বংস করে
    তাই চলে যাই ভীন নগরে’।

    সেই সে নবির জাদুর বলে
    আজ উমরও গেছে গলে
    সঙ্গি সেও মুসলমানের
    ভয় জাগে তাই আমার প্রাণের।

    তাই সে নবির ধোঁকার ভয়ে
    মনের ভেতর কষ্ট লয়ে
    মক্কা ছেড়ে যাচ্ছি চলে
    কষ্টে হৃদয় যাচ্ছে জ্বলে।

    কথায় কথায় পথ ফুরালো
    বুুড়িমারও মন জুড়ালো
    বললো তুমি কোন্ সে ঘরে
    জন্মেছো সব আলো করে ?

    মুচকি হেসে প্রিয় রাসূল
    ভেঙে দিলেন বুড়ির সে ভুল
    বলেন আমিই নতুন নবি
    নই জাদুকর নই তো কবি।

    প্রিয় নবির পরিচয়ে
    ভাবলো বুড়ি অবাক হয়ে
    কী মায়াবি তার ব্যবহার
    তাই তো প্রিয় ধর্মটি তার।

    ধর্মটি তার গ্রহণ করে
    হেরার আলো বহন করে
    ভাবলো বুড়ি ধন্য হবে
    মুসলমানে গণ্য হবে।

    বললো বুড়ি যুবক আমি
    প্রভুর কাছে হবো দামি
    মানবো তোমায় নবি বলে
    এখন আমিও তোমার দলে।

    পড়াও আমায় কালিমা সেই
    আল্লা’ ছাড়া উপাস্য নেই।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম