সৈয়দ আমিনুল ইসলাম জুবায়ের , সিলেট জেলা প্রতিনিধি | ০১ ডিসেম্বর ২০২০ | ৭:০০ অপরাহ্ণ
বিজয়ের মাসের প্রথম দিনে (১লা ডিসেম্বর) ভূনবীর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সদ্য অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান জননেতা আব্দুর রশীদ দায়িত্বভার গ্রহন করেন। এবং উক্ত অনুষ্ঠানেই উনাকে ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপজেলা শিক্ষা অফিসার জনাব জাকির হুসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আছকির মিয়া,প্যানেল চেয়ারম্যান -১ মোঃ নিয়াজ ইকবাল মাসুক, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক মোঃ লুৎফুল হক লোকমান,সহ-সভাপতি ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সেক্রেটারি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ ও সেক্রেটারি গরীব-দুঃখী মানুষের বন্ধু জালাল আহমদ সেলিম প্রমুখ।