• শিরোনাম


    নতুন অর্জনে নতুন অধ্যায় রচনা করবে ২০২৩

    নেয়ামত উল‍্যাহ তারিফ: | ০৪ জানুয়ারি ২০২৩ | ৮:২৯ পূর্বাহ্ণ

    নতুন অর্জনে নতুন অধ্যায় রচনা করবে ২০২৩

    ২০২৩ মুছে দিক সব দুঃখ, অসহায়ত্ব ও গ্লানি। নতুন বছর হোক আনন্দময়। সুখ ও সাফল্যে ভরে উঠুক জীবন। পরিবার-পরিজনকে নিয়ে শুরু হোক জীবনের নতুন অধ্যায়।
    মানুষ স্বভাবের দাস। সে তার দুঃখময় স্মৃতিকে ভুলে যেতে চায়। যদিও সুখ ও দুঃখ মিলিয়েই জীবন। জীবনে সুখ যেমন আমাদের অবিচ্ছেদ্য অংশ, তেমনি দুঃখও জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শীতের পরেই যেমন বসন্ত আসে, তেমনি দুঃখের পর আসে সুখ। শীত এসে মানবজীবন থেকে শুরু করে প্রকৃতিকেও মলিন করে তুলে। মলিন করে তোলে আমাদের চারপাশকে। এই মলিনতা দূর করতেই নতুন ছন্দ নিয়ে আসে বসন্ত। প্রকৃতিও তার আপন মহিমা ফিরে পায়। লাভ করে নতুন যৌবন। মানবজীবন হয়ে ওঠে ফুরফুরা।
    ২০২২ আমাদের জীবনে বহু দুর্ঘটনা বয়ে আনে। সুখবর ছিল না, এমনও নয়। তবে মহামারি কোভিডের পর ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে অস্থিরতায় ফেলে দিয়েছে। এই যুদ্ধ থামনো যায়নি যদিও, তবু নতুন বছরে বসন্তের মতোই জীবনকে নতুন অধ্যায় সাজাতে চাই আমরা।
    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নজরুল ইসলাম বলেন, বিগত বছরে বাঙালির বড় বড় অর্জন আছে। পদ্মা সেতু ও মেট্রোরেল তার উজ্জ্বল উদাহরণ। তিনি আরো বলেন, কর্ণফুলী টানেলও উদ্বোধন করা হবে এই বছরে। একের পর এক নতুন মাইলফলক ছুঁয়ে বাংলাদেশ বিশ্বকে যেভাবে তাক লাগিয়ে দিচ্ছে, এই বছর তা অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস। এছাড়াও কাজী নজরুল ইসলাম বলেন, নতুন সব অর্জনে নতুন বছর নতুন অধ্যায় রচনা করবে; এমনটাই প্রত্যাশা করতে চাই।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম