• শিরোনাম


    ধোলাইপাড় চত্ত্বরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবী

    নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর ২০২০ | ৬:২০ অপরাহ্ণ

    ধোলাইপাড় চত্ত্বরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবী


    পদ্মা সেতুর প্রবেশদ্বার ঢাকার গুরুত্বপূর্ণ স্পট ধোলাইপাড় চত্ত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে শান্তিপূর্ণ গণজমায়েত করে বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদ।

    আজ (১২ অক্টোবর) বিকাল ৫ টায় রাজধানীর যাত্রাবাড়ি- ধোলাইপাড় চত্ত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুর্শিদুল আলম ।



    বক্তারা বলেন, ভাস্কর্যের নামে কোন মৃত ব্যক্তির মূর্তি স্থাপন জায়েজ নয়। বুঝে না বুঝে, কোন প্রকার শিরক কখনোই মেনে নেয়ার নয়।
    তারা এ সময় বাংলার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের জোর দাবি জানান।
    অন্যথায় যেকোনো ধরনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করেন।

    এসময় ‘ভাস্কর্যের নামে মূর্তি হটাও, আল্লাহ নামে প্রচার ঘটাও’, ‘মসজিদের রাজধানী ঢাকায় মূর্তি স্থাপন চলবে না’ শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ মিছিল করেন গণজমায়েতে উপস্থিত প্রতিবাদকারীরা।

    গণজমায়েতে মুফতি শফিক সাদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া এবং মোনাজাত করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও ঢাকার মেরাজনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ, সায়দাবাদ বাইতুন-নূর মাদ্রাসার মুহতামিম ও বেফাকের কোষাধক্ষ্য মুফতি মনিরুজ্জামান, ঢাকার সাইনবোর্ড জামিয়াতু ইব্রাহীম এর মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, গেন্ডারিয়া জামালুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল ইসলাম, মাদ্রাসা আবু বক্কর রা. এর মুহতামিম মুফতি বোরহান উদ্দিন রব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি ইমাদুদ্দীন, আল্লামা শাহ আহমদ শফী রহ. খলিফা হাজী নাসির আহমদ, আল মারকাজুল ইলমী এর মুহতামিম মাওলানা মিজানুর রহমান (খুলনার হুজুর) বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদ, যুগ্ম সেক্রেটারি মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী ও গোলাম সরোয়ার ফরিদী প্রমুখ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম